Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

 

ভিশনঃ

 

সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে দক্ষ, ন্যায়ানুগ, আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠা মাধ্যমে আয়কর আহরণ।

 

মিশনঃ 

 

সার্কেল ১০, মাগুরা এই ভিশন বাস্তবায়ন নিরলস ভাবে কাজ করে চলেছে। এই লক্ষ্যে নিম্নলিখিত উদ্দেশ্য সমূহ সামনে রেখে কার্যক্রম চলমান-

 

  • প্রত্যক্ষ কর আরোপ ও আহরণ এবং এতদসংক্রান্ত আইন, বিধি-বিধান প্রণয়ন/ নবায়নে সহায়তা।
  • আয়কর আহরণে এই দপ্তরের কার্যক্রম পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণ।
  • কর-নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সহায়তা প্রদান।
  • প্রত্যক্ষ করের ক্ষেত্রসমূহ চিহ্নিত করে আওতা ও পরিধি নির্ধারণ এবং স্বেচ্ছা প্রতিপালনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বৃদ্ধি।
  • এই দপ্তরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।
  • কর মামলাসমূহ নিষ্পত্তির মাধ্যমে বিরোধপূর্ণ রাজস্ব আদায়।
  • কর প্রদান পদ্ধতি সহজীকরণ এবং করদাতা-বান্ধব পরিবেশ তৈরি।